Share it

কৃষি বিলের বিরোধিতায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার একাধিক ইস্যুতে নবান্ন থেকে মোদী সরকারকে তুলোধোনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। ‘হিটলারি কায়দায়’ সরকার চালানো হচ্ছে বলেও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশজুড়ে আন্দোলন গড়ে উঠবে। বাংলা গোটা দেশকে পথ দেখাবে। কৃষি বিল ও সাংসদদের বহিষ্কারের বিরোধিতা করে মঙ্গলবার থেকে তৃণমূল আন্দোলনে নামছে বলেও জানিয়ে দেন দলনেত্রী।


‘কৃষি বিল’ নিয়ে রাজ্যসভায় বিক্ষোভ দেখিয়ে সাসপেন্ড হয়েছেন তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন-সহ ৮ জন সাংসদ। এরপর সকালেই বিজেপি সরকার গণতন্ত্রকে হত্যা করছে বলে টুইটারে তোপ দেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে ‘কালা রবিবার’ বলে উল্লেখ করেন মমতা। কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন,”দেশে এবার খাদ্যের দুর্ভিক্ষ আসতে চলেছে। চাষিদের জন্য কেন্দ্রীয় সরকার কী করেছে? কেউ কেউ দাবি করছেন, তাঁরাও কৃষক। কোনওদিনও লাঙল দিয়ে দেখেছেন?”


রবিবার রাজ্যসভায় পাশ হয়েছে কৃষি সংক্রান্ত দু’টি বিল। এই বিল পাশ ঘিরে রাজ্যসভায় তুলকালাম হয়। তার জেরে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন-সহ আট সাংসদকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সংসদের বাইরে অবস্থান কর্মসূচি পালন করছেন সাসপেন্ড ৮ সাংসদ-সহ বিরোধীরা। সোমবার সারা দিন-রাত চলছে। মঙ্গলবার সকালে পরবর্তী কর্মসূচি ঠিক করবেন তাঁরা।”

Share it