তৃণমূলের ২ সাংসদ সহ ৮ জনের সাসপেন্ড হওয়ার ঘটনায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে স্বৈরাচারিতার অভিযোগ তুলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাজ্যসভায় কৃষি বিল নিয়ে হাঙ্গামার অভিযোগে সাসপেন্ড হন তৃণমূলের ডেরেক ও’ ব্রায়েন,দোলা সেন-সহ মোট ৮ জন সাংসদ। সাসপেন্ড হয়েছেন আপ সাংসদ সঞ্জয় সিং, কংগ্রেস সাংসদ রাজীব সতাও, রিপুন বোরা এবং সইদ নাসির হুসেন৷ পাশাপাশি সাসপেন্ড করা হয়েছে CPI(M)-এর সাংসদ কেকে রাগেশ, এলাম আরাম করিমকেও ৷
Suspension of the 8 MPs who fought to protect farmers interests is unfortunate & reflective of this autocratic Govt’s mindset that doesn’t respect democratic norms & principles. We won't bow down & we'll fight this fascist Govt in Parliament & on the streets.#BJPKilledDemocracy
— Mamata Banerjee (@MamataOfficial) September 21, 2020
এক টুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষার্থে বিরোধিতা করার জন্য ৮ সাংসদের সাসপেন্ড হওয়ার ঘটনা দুর্ভাগ্যজনক। এমন ঘটনার দ্বারা কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারি মনোভাবই প্রতিফলিত হচ্ছে। এই সরকার গণতন্ত্রিক রীতিনীতি মানছে না। আমরা কখনই মাথা নিচু করব না এবং এই স্বৈরাচারিতার বিরুদ্ধে সংসদে ও পথে নামব।”
Derek O Brien, Sanjay Singh, Raju Satav, KK Ragesh, Ripun Bora, Dola Sen, Syed Nazir Hussain and Elamaran Karim suspended for one week for unruly behaviour with the Chair: Rajya Sabha Chairman M Venkaiah Naidu pic.twitter.com/JUs9pjOXNu
— ANI (@ANI) September 21, 2020
কৃষি বিল নিয়ে প্রতিবাদের জেরে ডেরেক ছাড়াও সঞ্জয় সিং, রাজু সাতাব, কে কে রাগেশ, রিপুন বোরা, দোলা সেন, সৈয়দ নাজির হুসেন ও এলামারান করিমকে এক সপ্তাহের জন্য রাজ্যসভা থেকে সাসপেন্ড করেন চেয়ারম্যান ভেঙ্কইয়া নাইডু। তিনি বলেন, “ডেপুটি চেয়ারম্যানকে শারীরিক নিগ্রহ করা হয়েছে ৷ এমন ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়।” সাসপেনশনের প্রতিবাদে সোমবারও রাজ্যসভায় হই হট্টগোল চলে। সকাল ১০ পর্যন্ত মুলতুবি থাকে রাজ্যসভার অধিবেশন।