tiktok
Share it

ওরাকল ও ওয়ালমার্টের সঙ্গে চুক্তির কথা ঘোষণা করল টিকটক। চিনের বাইটডান্সের মালিকানাধীন টিকটক ভিডিও শেয়ারিং অ্যাপটির তরফে শনিবার ঘোষণা করা হয়, তারা মার্কিন সংস্থা ওরাকল এবং ওয়ালমার্টের সঙ্গে একটি চুক্তি করেছে। এই চুক্তি অনুযায়ী ওই দুই সংস্থার সঙ্গে অংশীদারিত্বে থাকছে টিকটক। প্রযুক্তি সহযোগী হিসেবে থাকছে ওরাকল এবং ব্যবসায়িক সহযোগী হিসেবে ওয়ালমার্ট থাকছে বলে টিকটকের তরফে জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্স ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি সম্পর্কে নিজের খুশির কথা জানিয়েছেন।


২০ সেপ্টেম্বর থেকে মার্কিন মুলুকে টিকটক অ্যাপ ডাউনলোড নিষিদ্ধ হওয়ার কথা ছিল। কিন্তু, টিকটক ডাউনলাডের ওপরে নিষেধাজ্ঞা চাপানোর সময় আরও এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে অ্যামেরিকার বাণিজ্য বিভাগ। শনিবার তারা ঘোষণা করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ্লিকেশনটি ডাউনলোডে নিষেধাজ্ঞার বিষয়টি অন্তত ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে।


টিকটকের এই ঘোষণার প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘অসাধারণ’ বলে অভিহীত করেন। বলেন, “এই চুক্তিতে আমার আশির্বাদ রয়েছে। ওরা যদি চুক্তি সম্পূর্ণ করতে পারে, তাহলে দারুন হবে। যদি না পারেও তাহলেও কোনও সমস্যা নেই।” ট্রাম্প বলেন, “ওয়ালমার্টের হাতে টিকটকের নিরাপত্তা থাকবে ১০০ শতাংশ। তারা আলাদা ক্লাউড স্টোরেজ ব্যবহার করবে।”

সম্প্রতি টিকটকের মার্কিন ব্যবসা বিক্রি না করার কথা জানিয়েছিল বাইটড্যান্স। এর বদলে ওরাকলের সঙ্গে অংশীদারিত্বে যাওয়ায় তাদের আগ্রহ বেশি ছিল। চুক্তিটির বিষয়ে টিকটকের মুখপাত্র জানান, মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের নতুন হেড অফিস হবে। এবং এরফলে আমেরিকায় নতুন ২৫ হাজার কর্মসংস্থান তৈরি হবে। এছাড়াও এই চুক্তি থেকে ৫০০ কোটি ডলার পাবে মার্কিন যুক্তরাষ্ট্র, যা খরচ করা হবে শিক্ষা খাতে।

Share it