দিল্লিতে বড় নাশকতার ছক বানচাল করে দিল জাতীয় তদন্তকারী সংস্থা NIA। শনিবার ভোরে অভিযান চালিয়ে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে আল কায়েদার ৬ সদস্যকে। একই সঙ্গে ওই জঙ্গি গোষ্ঠীর আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে কেরল থেকে। NIA কর্তাদের দাবি, মোট ৯ জনের ওই মডিউল নাশকতার ছক কষেছিল রাজধানীতে।
NIA Arrests Nine Al-Qaeda Terrorists from West Bengal and Kerala pic.twitter.com/qL7p4rR9lc
— NIA India (@NIA_India) September 19, 2020
ধৃত ৬ জনকে শনিবারই কলকাতার বিশেষ NIA আদালতে পেশ করা হবে। ধৃতদের থেকে একাধিক নথি, ডিজিটাল ডিভাইস, ধারাল অস্ত্র, দেশি বোমা, বন্দুক, জেহাদি বইপত্র, বিস্ফোরক তৈরির বই উদ্ধার হয়েছে৷ এছাড়াও একাধিক সিমকার্ড উদ্ধার হয়েছে৷ মূলত অর্থ সংগ্রহের দায়িত্বে ছিল এই জঙ্গি সদস্যরা৷ দেশের রাজধানী সহ বেশ কয়েকটি জায়গায় হামলার ছক কষছিল তারা৷ সোশ্যাল মিডিয়ায় এরা পাকিস্তানে আল কায়েদার নেতাদের সঙ্গে যোগাযোগ রাখত বলে NIA কর্তারা দাবি করেছেন৷
Leu Yean Ahmed and Abu Sufiyan from West Bengal and Mosaraf Hossen & Murshid Hasan from Kerala are among the nine Al-Qaeda terrorists arrested by National Investigation Agency (NIA) pic.twitter.com/jMnRjTIjED
— ANI (@ANI) September 19, 2020
মুর্শিদাবাদ থেকে ধরা হয়েছে, নাজমুস সাকিব, আবু সুফিয়ান, মইনুল মণ্ডল, লিউ ইয়ান আহমেদ, আল মামুন কামাল ও আতিউর রহমানকে৷ মুর্শিদ হাসান, ইয়াকুব বিশ্বাস ও মোশারেফ হোসেন গ্রেফতার হয়েছে কেরলের এর্নাকুলাম থেকে৷ এনআইএ-র গোয়েন্দাদের দাবি, কেরল থেকেও যাদের পাকড়াও করা হয়েছে, তাদের মধ্যেও দু’জন আবার এ রাজ্যের মুর্শিদাবাদেরই বাসিন্দা। গোটা নেটওয়ার্ক চলছিল মুর্শিদাবাদ থেকেই। প্রসঙ্গত, বুধবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, কেরল, কর্নাটক-সহ দেশের ৯টি রাজ্যে সংগঠন তৈরি করছে IS। তার মধ্যে পশ্চিমবঙ্গের নামও ছিল।