আচমকা গুগল প্লে স্টোর থেকে উধাও পেটিএম অ্যাপ। পলিসি সংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘনের দায়েই Paytm-কে প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সার্চ ইঞ্জিন Google থেকে Paytm ডাউনলোড করার চেষ্টা করলেও, সেখানে দেখা যাচ্ছে ‘Item Not Found’ অপশনটি।
Update: And we're back! 🥳
— Paytm (@Paytm) September 18, 2020
ট্যুইটারে বিবৃতি দিয়ে Paytm-এর তরফে বলা হয়েছে, ‘নতুন ডাউনলোড বা আপডেটের জন্য Paytm অ্যান্ড্রয়েড অ্যাপটি সাময়িক ভাবে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না৷ খুব শিগগিরই এটি ফিরে আসবে৷ আপনাদের সমস্ত অর্থই নিরাপদ এবং সুরক্ষিত রয়েছে৷ Paytm অ্যাপটিও আগের মতোই ব্যবহার করা করতে পারবেন৷’
𝗨𝗽𝗱𝗮𝘁𝗲: We continue to work with Google to restore our Android app. We assure all our users that their balances & linked accounts are 100% safe.
Our services are fully functional on all existing apps and you can continue enjoying Paytm like before.https://t.co/Klb63HRr0V
— Paytm (@Paytm) September 18, 2020
Paytm অ্যাপটি গুগল প্লে স্টোরে না পাওয়ায় আতঙ্ক তৈরি হয় গ্রাহকদের মধ্যে। লকডাউনে অনলাইন পেমেন্টের ব্যবহার বাড়ায় Paytm-এর মতো অ্যাপগুলির গুরুত্ব বেড়ে গিয়েছিল। এদিকে, এই ঘটনার জন্য অ্যাপ সংস্থাটিকেই দায়ী করেছে গুগল। তাদের অভিযোগ, বেটিং এর জন্য গ্রাহকদের প্ররোচিত করা হচ্ছিল। কোনও অনলাইন ক্যাসিনো যেগুলি মূলত খেলা সম্পর্কিত নানাবিধ বেটিংয়ের সঙ্গে যুক্ত, এমনতর কোনও অ্যাপকে সাপোর্ট করে গুগল। যদিও গুগল প্লে স্টোর থেকে সরানো হলেও অ্যাপেল অ্যাপ স্টোর থেকে এখনও Paytm ডাউনলোড করা যাচ্ছে৷