Share it

সুদীপ্ত চক্রবর্তী: ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে এবার দেশজুড়ে আন্দোলন আরও জোরদার করতে চলেছে ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি বা এনএসি। সেই লক্ষ্যে এবার পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে নতুন করে লড়াইয়ের শপথ গ্রহণ করা হয়েছে। ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে মধ্য কলকাতার রামলীলা ময়দানে একটি সভার আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ শাখার। সেখানে শপথবাক্য পাঠ করান ন্যাকের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি শ্রী তপন দত্ত। ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এই সভায় ইতিমধ্যেই প্রয়াত পেনশন আন্দোলনকারী সহযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে নিরবতা পালন করা হয়। ন্যাকের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি শ্রী তপন দত্ত জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার যদি প্রবীনদের দ্রুত পেনশন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত না ঘোষণা করেন, তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। দেশের বিভিন্ন শহরে সুবিশাল মিছিলের পাশাপাশি রিলে অনশনেও বসবেন প্রবীন আন্দোলনকারীরা। ন্যাকের সর্বভারতীয় সভাপতি অশোক রাউত ও বীরেন্দ্র সিং রাজাওয়াতের নেতৃত্বে আগামীদিনে ন্যূনতম পেনশনবৃদ্ধির দাবি মিটবে বলে আশাবাদী পশ্চিমবঙ্গ শাখার সংগঠনের সদস্যরা।

ইপিএস-৯৫ পেনশনাররা দীর্ঘদিন ধরে কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার শিকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী থেকে শুরু করে শ্রমমন্ত্রী সকলেই বারবার প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করেননি। এনএসি বা ন্যাকের সদস্যরা প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে লাগাতার আন্দোলনে সামিল হয়েছেন। তাঁদের দাবি, অবিলম্বে ন্যূনতম পেনশন ৭৫০০ টাকা করা সহ ডিএ এবং পেনশনার দম্পতিকে বিনামূল্যে চিকিৎসার সুবিধা প্রদান করতে হবে।

Share it