Rape
Share it

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপ্রহার করল উত্তেজিত জনতা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে দিল্লির বাপা নগর এলাকায়। অভিযুক্ত যুবককে গ্রেফতারের করেছে দিল্লি পুলিশ।

গত সপ্তাহে বছর চারেক বয়সের মেয়েটি বাড়ির সামনে খেলছিল। ওই এলাকাতেই রয়েছে একটি জিন্স তৈরির কারখানা। অভিযুক্ত ২৫ বছরের যুবক ওই কারখানায় কাজ করেন। পুলিশ জানিয়েছে, মেয়েটিকে খেলতে দেখে অভিযুক্ত যুবক মিষ্টির লোভ দেখিয়ে তাকে কারখানায় নিয়ে যায়। সেখানেই তাকে ধর্ষণ করে।

পরে মেয়েটি ঘটনার কথা তার বাড়ির লোককে জানায়। পুলিশকে বিষয়টি জানায় নির্যাতিতার বাড়ির লোক। এরপরেই মেয়েটির বাড়ির লোক এবং প্রতিবেশীরা ওই কারখানায় যায় এবং অভিযুক্তকে মারধর করে। পরে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে POCSO আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share it