GDP
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: লকডাউনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর জোরাল ইঙ্গিত দিচ্ছে ভারতের অর্থনীতি। ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন, ২০২১) মোট অভ্যন্তরীণ উৎপাদন (GDP) বৃদ্ধি পেয়েছে ২০.১ শতাংশ। যা ছাপিয়ে গিয়েছে রিজার্ভ ব্যাঙ্কের (RBI) পূর্বাভাসকেও। করোনার দ্বিতীয় ঢেউ সামলে এমন বৃদ্ধি যথেষ্ট আশাব্যঞ্জক বলে মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ।


২০২০-২১ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে GDP সঙ্কোচন পৌঁছে গিয়েছিল তলানিতে। এপ্রিল-জুন, ২০২০ অর্থবর্ষে রেকর্ড পতন হয়ে GDP-এর ঋণাত্মক বৃদ্ধি হয়েছিল মাইনাস ২৪.৪ শতাংশ। এরপর দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। আনলক পর্ব শুরুর পরে অক্টোবর-ডিসেম্বর, ২০২০, তৃতীয় ত্রৈমাসিকে GDP ০.৫ শতাংশ বৃদ্ধি পায়। জানুয়ারি-মার্চ, ২০২০ শেষ তথা চতুর্থ ত্রৈমাসিকে তা আরও কিছুটা বেড়ে ১.৬ শতাংশে পৌঁছয়।

সামগ্রিক ভাবে ২০২০-২১ অর্থবর্ষে জিডিপি-র সঙ্কোচন ছিল ৭.৩ শতাংশেরও বেশি। হয়েছিল, গত চার দশকের মধ্যে অবনমনের নয়া রেকর্ড। কোভিড-১৯ পরিস্থিতির জেরে রাজস্ব আদায় কমা, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নিকরণে ধাক্কা এবং অতিমারি সামলাতে খরচ বৃদ্ধিই ছিল এর প্রধান কারণ। সেই হিসেবে ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের GDP বৃদ্ধির হার যথেষ্ট আশাব্যঞ্জক।

Share it