নিউজ ওয়েভ ইন্ডিয়া: লকডাউনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর জোরাল ইঙ্গিত দিচ্ছে ভারতের অর্থনীতি। ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন, ২০২১) মোট অভ্যন্তরীণ উৎপাদন (GDP) বৃদ্ধি পেয়েছে ২০.১ শতাংশ। যা ছাপিয়ে গিয়েছে রিজার্ভ ব্যাঙ্কের (RBI) পূর্বাভাসকেও। করোনার দ্বিতীয় ঢেউ সামলে এমন বৃদ্ধি যথেষ্ট আশাব্যঞ্জক বলে মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ।
Low base, along with pent-up demand as well as easier #COVID19 restrictions, lifted India's first quarter FY22 #GDP growth rate to 20.1 per cent.
Last year, the #pandemic had battered the country's GDP which had contracted by 24.4 per cent during Q1FY21. pic.twitter.com/lJtWQzk9dt
— IANS Tweets (@ians_india) August 31, 2021
২০২০-২১ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে GDP সঙ্কোচন পৌঁছে গিয়েছিল তলানিতে। এপ্রিল-জুন, ২০২০ অর্থবর্ষে রেকর্ড পতন হয়ে GDP-এর ঋণাত্মক বৃদ্ধি হয়েছিল মাইনাস ২৪.৪ শতাংশ। এরপর দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। আনলক পর্ব শুরুর পরে অক্টোবর-ডিসেম্বর, ২০২০, তৃতীয় ত্রৈমাসিকে GDP ০.৫ শতাংশ বৃদ্ধি পায়। জানুয়ারি-মার্চ, ২০২০ শেষ তথা চতুর্থ ত্রৈমাসিকে তা আরও কিছুটা বেড়ে ১.৬ শতাংশে পৌঁছয়।
সামগ্রিক ভাবে ২০২০-২১ অর্থবর্ষে জিডিপি-র সঙ্কোচন ছিল ৭.৩ শতাংশেরও বেশি। হয়েছিল, গত চার দশকের মধ্যে অবনমনের নয়া রেকর্ড। কোভিড-১৯ পরিস্থিতির জেরে রাজস্ব আদায় কমা, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নিকরণে ধাক্কা এবং অতিমারি সামলাতে খরচ বৃদ্ধিই ছিল এর প্রধান কারণ। সেই হিসেবে ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের GDP বৃদ্ধির হার যথেষ্ট আশাব্যঞ্জক।