নিউজ ওয়েভ ইন্ডিয়া: ফের ঘর ভাঙল BJP-এর। তন্ময় ঘোষের পর তৃণমূলে ফিরলেন আরও এক বিধায়ক বিশ্বজিৎ দাস। এই নিয়ে পর পর দু’দিনে দু’জন BJP বিধায়কের তৃণমূলে প্রত্যাবর্তন ঘটল। মঙ্গলবার তৃণমূলে যোগ দিলেন বাগদার BJP বিধায়ক বিশ্বজিৎ দাস। তৃণমূল ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতিতে তাঁর হাতে দলীয় পতাকা হাতে দেওয়া হয়।
BJP বিধায়কের সঙ্গেই ঘাসফুলে ফেরেন কাউন্সিলর মনোতোষ দাস ও কর্মাধ্যক্ষ সুব্রত পাল। তেরঙা পতাকা হাতে নিয়ে বিশ্বজিৎ বলেন, ‘বহিরাগতদের প্রতি মানুষ আকৃষ্ট হয় না। BJP-তে কাজ করার কোনও পরিবেশ নেই। ভুল বোঝাবুঝির জন্য দল ছেড়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই তৃণমূলে ফিরলাম।’
২০১৯ সালে দিল্লিতে BJP-র সদর দফতরে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের হাত ধরে BJP-তে যোগ দিয়েছিলেন বিশ্বজিৎ দাস। কিন্তু, একুশের নির্বাচনের আগেই সুর বদলাতে শুরু করে তাঁর। বিধানসভার অধিবেশনের একেবারে শেষ দিনে বিশ্বজিৎ দাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে যান তিনি। তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন বিশ্বজিৎ। সেই থেকেই তাঁর ঘরওয়াপসি নিয়ে জল্পনা শুরু হয়। সেই সময় বিশ্বজিৎ অবশ্য দাবি করেছিলেন, তাঁর উন্নয়ন তহবিলের টাকা খরচ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতেই এই সাক্ষাৎ। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি তাঁর সঙ্গে বৈঠক করেন কৈলাস বিজয়বর্গীয়।