Dev
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন অভিনেতা সাংসদ দেব। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের দাবিতে বুধবার কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়নমন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওযাতের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়কদের প্রতিনিধিরা। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন দেব।

সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেব বলেন, “একজন বাঙালি যদি প্রধানমন্ত্রী হন, এ-ও বলছি, বিজেপির যদি কেউ (প্রধানমন্ত্রী) হন, যিনি মানুষের কষ্ট বুঝবেন…শুধু ভোটের সময়ে সোনার বাংলা গড়ার কথা বলবেন না…..। তা হলে ওই সমস্যা দূর হত।”

ঘাটালের এ বারের বন্যা দেখে কেন্দ্রের ভূমিকায় ক্ষুব্ধ দেব মন্তব্য করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত প্রতিবারের জল-যন্ত্রণা থেকে মুক্তি মিলবে না এলাকাবাসীর। যা নিয়ে কটাক্ষ করেছিল বিজেপি। তবে সাংবাদিকদের কাছে তৃণমূল সাংসদ আশাপ্রকাশ করেন, কেন্দ্রীয় সরকার তাঁদের দাবি সম্পর্কে ইতিবাচক ভূমিকা নিতে পারে।

দেবের মুখে বাঙালি কোনও বিজেপি নেতার প্রধানমন্ত্রী হওয়ার কথা শুনে অস্বস্তিতে পড়ে যান সাংবাদিক বৈঠকে উপস্থিত মানস ভুঁইয়া, সুখেন্দুশেখর রায়ের মতো পোড়খাওয়া তৃণমূল নেতারা। এরপরে দেবকে আর জবাব দিতে দেননি সুখেন্দুবাবু। তিনি বলেন, “আমি উত্তর দিচ্ছি। দেব আর কিছু বলবেন না। দেব যা বলার বলে দিয়েছে।”

Share it