নিউজ ওয়েভ ইন্ডিয়া: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু। সংবাদ সংস্থা ANI এ খবর জানিয়েছে। দিলীপ জায়া এই মুহূর্তে ভর্তি রয়েছেন মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে। জুলাই মাসেই মৃত্যু হয়েছে বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের। দু-মাস কাটতে না কাটতেই ফের খারাপ খবর বলিউডে।
Veteran actor Saira Banu hospitalised, currently in ICU
Read @ANI Story | https://t.co/Yqms7FZ1Yw#VeteranActor pic.twitter.com/1469m6pLeS
— ANI Digital (@ani_digital) September 1, 2021
পরিবার সূত্রে খবর, তিন দিন আগেই রক্তচাপজনিত সমস্যার জেরে হাসপাতালে ভর্তি করা হয়েছে সায়রা বানুকে। আজ সকালে পরিস্থিতি কিছুটা অবনতি হলে ICU-তে স্থানান্তরিত করা হয় অভিনেত্রীকে। সায়রা বানুর অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা।
৫৪ বছরের দাম্পত্য সঙ্গীর হাত ছেড়ে গত ৭ জুলাই প্রয়াত হন অভিনেতা দিলীপ কুমার। দীর্ঘ পাঁচ দশকের সঙ্গীকে হারিয়ে ভেঙে পড়েছিলেন সায়রা বানু। গত কয়েকদিন ধরেই তাঁর শরীর ভালো ছিল না। চিকিত্সকদের কাছে দিলীপ কুমারের মৃত্যুর খবর শুনে সায়রা বানু বলে উঠেছিলেন, ‘ভগবান আমার বেঁচে থাকার কারণটাই কেড়ে নিল… সাহাবকে ছাড়া তো আমার জীবন অর্থহীন, আমি কিছু ভাবতেই পারছি না… দয়া করে সকলে প্রার্থনা করুন’।