ED Rujira Abhishek
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ED-র ডাকে বুধবার দিল্লি যাচ্ছেন না রুজিরা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, E mail মারফত এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন অভিষেক-পত্নী। জানা গিয়েছে, ED-কে মেইলে রুজিরা জানিয়েছেন, কোভিড মহামারী পর্বে তাঁর দুই শিশুকে নিয়ে দিল্লিতে একা যাওয়া নিরাপদ নয়। তদন্তকারীরা চাইলে তাঁদের কলকাতার বাড়িতে এসেও জেরা করতে পারেন।

সম্প্রতি কয়লা মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সেপ্টেম্বর ও তাঁর স্ত্রী রুজিরাকে ১ সেপ্টেম্বর দিল্লির দফতরে তলব করে ইডি। বাংলায় বিধানসভা ভোটের আগে রুজিরার কালীঘাটের বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। জি়জ্ঞাসাবাদ করা হয়েছিল রুজিরার আত্মীয়দেরও। ১ সেপ্টেম্বর রুজিরাকে দিল্লির অফিসে ডেকে পাঠায় ইডি। এত কম সময় তাঁর পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে চিঠি দিয়ে জানালেন তিনি।

তবে রুজিরা না গেলেও সম্ভবত যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ED-এর ডাকে সাড়া দিতে বুধবার বিকেলেই দিল্লি যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি ইডি-র মুখোমুখি হতে পারেন।

Share it