নিউজ ওয়েভ ইন্ডিয়া: এবার লস্কর-ই-তইবা নেতা মুম্বই হামলার মূলচক্রী হাফিস সঈদের ছেলে তালহা সঈদকে ‘চিহ্নিত সন্ত্রাসবাদী’ ঘোষণা করল ভারত। শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে। এই নিয়ে ৩২ জন সন্ত্রাসবাদীকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দিয়ে চিহ্নিত করা হল। গতকালই পাক আদালত ৩১ বছরের হাজতবাসের সাজা ঘোষণা করেছে হাফিজ সঈদের। তারপরই তার ছেলে ‘তালহা’র বিষয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্র।
৪৬ বছরের তলহাও লস্করের সামাজিক সংগঠন জামাত-উদ-দাওয়ার নেতা। ভারতের অভিযোগ, জামাত নিষিদ্ধ হওয়ার পরে মিল্লি মুসলিম লিগ সংগঠনের নামে সন্ত্রাসমূলক কাজে জড়িত তলহা এবং তার অনুগামীরা। হাফিজ-পুত্র ২৬/১১-র ঘটনাতেও যুক্ত ছিল বলে অভিযোগ। পাশাপাশি ভারত-বিরোধী বিভিন্ন কার্যকলাপে নিয়মিত অংশ নিত সে। আফগানিস্তানের ভারতীয় স্থানগুলিতে হামলা চালানোর জন্য পাক-আফগান সীমান্তে সে জঙ্গি প্রশিক্ষণ শিবির চালাত বলেও অভিযোগ ভারতের।
এর আগে দাউদ ইব্রাহিম, মাসুদ আজহার এবং হাফিজ সইদের মতো বহু সন্ত্রাসবাদীকে এই তকমা দিয়েছে ভারত। তালিকায় নয়া সংযোজন হাফিজ-পুত্র।
এদিকে শুক্রবার হাফিজ সঈদকে ৩১ বছরের কারাবাসের সাজা দিয়েছে পাক আদালত। দু’টি মামলায় সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য হাফিজ সইদকে দোষী সাব্যস্ত করেছে আদলত। সেইসঙ্গে তাকে ৩ লক্ষ ৪০ হাজার টাকার জরিমানাও করা হয়েছে। সূত্রের খবর, হাফিজের তৈরি একটি মাদ্রাসা ও মসজিদ নিজেদের নিয়ন্ত্রণে নিতে চলেছে পাক প্রশাসন।