নিউজ ওয়েভ ইন্ডিয়া: শেষরক্ষা হল না। গাড়িতে পালানোর সময় পুলিশের জালে ধরা পড়ল মগরাহাট-খুনে মূল অভিযুক্ত জানে আলম মোল্লা। রবিবার দুপুরে গাড়ি করে পালানোর সময় টালিগঞ্জ থেকে তাকে পাকড়াও করে পুলিশ। অভিযুক্ত জানে আলম চিট ফান্ডের ব্যবসা-সহ নানা ব্যবসা চালাত। এছাড়া ইমারতি ব্যবসাও আছে তার। কলকাতা পুলিশের সহযোগিতায় ডায়মন্ড হারবার পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
শনিবার মাগুরপুকুর পোল এলাকা থেকে দুই যুবকের দেহ উদ্ধার হয়। দেহ দুটি বরুণ চক্রবর্তী (৩৫) ও মলয় মাখাল (৩১) নামে দুই যুবকের। গুলিবিদ্ধ ওই দেহদুটি জানে আলমের একটি অফিস ঘর থেকে উদ্ধার হয়। নিহতদের আত্মীয়দের অভিযোগ, জানে আলম অ্যান্ড কোম্পানি একটি চিটফান্ড সংস্থা। বরুণ এবং মলয় ওই সংস্থায় টাকা রেখেছিলেন। বেশ কিছু দিন ধরে ওই টাকা ফেরতের দাবিও জানাচ্ছিলেন তাঁরা। শনিবার সকালে বরুণ এবং মলয়কে টাকা ফেরত দেওয়ার নাম করে ডেকে গুলি করে এবং কুপিয়ে খুন করা হয়। তার পর থেকে পলাতক জানে আলম।