বালিগঞ্জ ও আসানসোলে উপ নির্বাচন
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: অশান্তি, ছাপ্পাভোটের অভিযোগ থেকে অব্যাহতি মিলল না উপ নির্বাচনেও। আসানসোল এবং বালিগঞ্জ কেন্দ্রে সব মিলিয়ে মোট ১৪১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোট শুরু হয়েছে সকাল সাতটা থেকে। রয়েছে কলকাতা ও রাজ্য পুলিশের নিরাপত্তা ব্যবস্থাও। তা সত্ত্বেও অশান্তি রোখা যায়নি উপ নির্বাচনে।

আসানসোল লোকসভা কেন্দ্রের বরাবনি নির্বাচনী এলাকার ১৭৭ এবং ১৭৮ লম্বর বুথে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এবং তাঁর ভোটকর্মীর উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ১৭৫ এবং ১৭৬ নম্বর বুথের কাছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অগ্নিমিত্রার কনভয়ের উপর আক্রমণের অভিযোগ উঠেছে। ভাঙচুর করা হয়েছে তাঁর গাড়ি। এই ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। পুলিশের সামনেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন অগ্নিমিত্রা।

ভোটগ্রহণ শুরুর হওয়ার কিছু সময় পরেই আসানসোলের বরাবনিতে ২০টি গাড়ির কনভয় নিয়ে ঘোরার অভিযোগ ওঠে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। অগ্নিমিত্রা ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ তোলেন তৃণমূল কর্মীরা। এরপরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। রিটার্নিং অফিসারকে ঘটনাটি সম্পর্কে অবহিত করেন তৃণমূলের স্থানীয় নেতারা। অপরদিকে, বরাবনির ২৪১ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ তোলে BJP। অভিযোগ পেয়ে অগ্নিমিত্রা পাল সেখানে গেলে পুলিশ তাঁকে ঢুকতে বাধা দেয়। সেখানে পুলিশের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়তে দেখা যায় বিজেপি প্রার্থীকে।

এদিকে বালিগঞ্জ বিধানসভা উপ নির্বাচন কেন্দ্রের বিভিন্ন বুথে ভুয়ো ভোটারদের দিয়ে ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের কর্মীদের বিরুদ্ধে। বিজেপি-র অভিযোগ ৫৯ নম্বর বুথ, লরেটো ডে স্কুল-সহ বিভিন্ন বুথে ছাপ্পা ভোট পড়ছে। বালিগঞ্জের বিশপ কলেজের বুথে ভুয়ো ভোটারকে চিহ্নিত করার দাবি সিপিএম প্রার্থী সায়রা হালিমের। সংবাদমাধ্যমকে দেখতে পেয়েই দৌড়তে দেখা যায় অভিযুক্তকে। তবে অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলা হয়েছে বলে দাবি সিপিএম প্রার্থীর।

Share it