Will Smith
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: আশঙ্কা সত্যি হল। অস্কার থেকে ১০ বছরের জন্য নির্বাসিত হলেন অভিনেতা উইল স্মিথ। স্ত্রীর প্রতি চটুল রসিকতার করায় অস্কার পুরস্কারের মঞ্চে কৌতুকাভিনেতা ক্রিস রককে সপাটে চড় মেরেছিলেন স্মিথ। তারই খেসারত দিতে হল অভিনেতাকে। তবে কোনও বিতর্কে না গিয়ে এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন উইল স্মিথ।

অস্কারের মঞ্চে ওইদিনের ঘটনার পর আলোড়ন পড়ে যায় বিশ্বজুড়ে। ঘটনার জন্য ক্ষমাও চান স্মিথ। অ্যাকাডেমি থেকে পদত্যাগ করেন। কিন্তু, তাতে বিষয়টি থেমে থাকেনি। স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করতে শুক্রবার বৈঠকে বসে ‘অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স’। ওই বৈঠকেই অস্কারজয়ী অভিনেতাকে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

স্ত্রী জেডা পিঙ্কেটকে নিয়ে সঞ্চালক ক্রিসের ‘চটুল রসিকতা’ মেনে নিতে পারেননি স্মিথ। মঞ্চে উঠে ক্রিসকে সপাটে চড় মেরেছিলেন তিনি। এই ঘটনার শাস্তি হিসেবে তাঁর অস্কার পুরস্কারও কেড়ে নেওয়া হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছিল। তবে সেটা না হলেও ১০ বছরের নির্বাসন ভুগতে হবে স্মিথকে। তবে যাঁকে চড় মেরে বিতর্কের কেন্দ্রে চলে আসেন স্মিথ, সেই ক্রিস রক এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।

Share it