শহিদ দিবসের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
Share it

সুদীপ্ত চক্রবর্তী: ২৬-এর বিধানসভা ভোটে বিজেপির বিরুদ্ধে লড়াইযের সুর বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার ২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকে বাংলা ভাষা ও বাঙালি অস্মিতাকে (Bengali language and Bengali identity) সামনে রেখেই লড়াই হবে বলে জানিয়ে দিলেন দলনেত্রী। মমতার গোটা বক্তব্যের বেশিরভাগ অংশই জুড়ে ছিল ভিনরাজ্যে বাঙালি নির্যাতন ও বাংলা ভাষার প্রতি দমনপীড়ন ইস্যু। এই বিষয়ে বলতে গিয়ে তৃণমূল সুপ্রিমো (TMC) চলতি মাসের ২৬ তারিখ থেকে আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত সারা বঙ্গে ভাষা দিবস পালন করার আহ্বান জানিয়েছেন।

বিজেপির তীব্র নিন্দা করে তিনি বলেছেন, “ওরা জাতি-ধর্ম-বর্ণ কিছুই মানে না। আগামী ২০২৬ সালে বিজেপি সরকারকে (BJP Government) দিল্লি থেকে উৎখাত করতে হবে।” লড়াইয়ের আহ্বান জানিয়ে দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, “বিজেপি কে হাটাতে লড়বেন তো ? বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাদেশি নাম করে বাংলায় কথা বলা মানুষদের ওপর নির্মম নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে। বঙ্গেও তো দেড় কোটি ভিন রাজ্যের মানুষেরা রুটি রুজির এখানে বসবাস করছে। আমরা তো তাদের কোনও অত্যাচার করছি না, বঙ্গে সবাই সমানভাবে আছে। কেন্দ্রীয় সরকার বিজেপি শাসিত রাজ্যগুলোতে নির্দেশনামা পাঠিয়ে জানিয়েছে, একমাস যে কোনও সন্দেহভাজন লোককে আটক করে জেলে পুরে রাখা যাবে। আমরা এটা মানব না।”

এবারেও মমতার আগেই বক্তব্য রাখেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমেই শহিদ স্মরণের স্মৃতিতে পুষ্পস্তবক ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংসদ অভিষেক। তিনি তাঁর বক্তব্যে শহিদ স্মরণের উল্লেখ করে জানিয়েছেন যে, “আমাদের নেত্রী সেই সময় যখন কংগ্রেসের নেত্রী ছিলেন, সচিত্র পরিচয়পত্রের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছিলেন, ধর্মতলা-মেয়ো রোডে পুলিশের গুলিতে অনেক যুব কংগ্রেসের কর্মীর মৃত্যু হয়েছিল, তাই আমরা দীর্ঘ ৩৩ বছর ধরে এই দিনটাকে শহিদ স্মরণে উৎযাপন করে আসছি। প্রতি বছরই ভীড় রেকর্ড ছাপিয়ে যাচ্ছে। এ বছরের শহিদ স্মরণের অন্য তাৎপর্য আছে, আগামী বছর বঙ্গে বিধানসভা নির্বাচন আছে।”

অভিষেক (Abhishek Banerjee) কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে আক্রমণ করে বলেন, “বাংলার টাকা গায়েব করে বাংলাকে বঞ্চিত করছে, লাঞ্ছিত, অপমানিত, করে চলেছে মোদী সরকার (Modi Government)। বঙ্গের ভোটার তালিকায় গরবর করতে দেব না। আসামে ফরেন ট্রাইবুনাল নিয়ে এখানে মাতব্বরি করছে, বাংলার মাটিতে ভাতে মারতে চাইছেন, সেখানে এসেই জয় মা কালী বলছেন। দু’মুখো নীতি নিয়ে চলছে বিজেপি দল।”

Share it