Mamata on By Election Win
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: দিনহাটা ও গোসাবায় বিরাট ব্যবধানে জয়। খড়দহ ও শান্তিপুরেও ভালো ব্যবধানে জয়ের পথে তৃণমূল কংগ্রেস। সরকারিভাবে জয় ঘোষণা এখনও বাকি। এই পরিস্থিতিতে টুইটে শুভেচ্ছা জানিয়ে নাম না করে BJP-কে কটাক্ষ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


Tweet-এ তিনি লেখেন, ‘আমি চার জয়ী প্রার্থীকেই অভিনন্দন জানাচ্ছি। এটা মানুষের জয়। কারণ বাংলার মানুষ ঘৃণা ও মিথ্যার রাজনীতিকে সরিয়ে উন্নয়ন, একতাকে বেছে নিয়েছেন। আমরা বাংলাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’

এর আগে দিনহাটায় উপনির্বাচনে ১৯ রাউন্ড গণনা শেষে ১ লক্ষ ৬১ হাজার ৫ ভোটে জয়ী হন তৃণমূলের উদয়ন গুহ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তৃণমূলের প্রাপ্ত ভোট ১ লক্ষ ৮৮ হাজার ৩১১। বিজেপি পেয়েছে ২৫ হাজার ৩০০। ২১-এর ভোটে জয়ী কেন্দ্র গোসাবাতেও উপনির্বাচনে জয়ের পথে তৃণমূল। সবুজ শিবিরের প্রার্থী সুব্রত মণ্ডল ১৬ রাউন্ড গণনা শেষে ১ লক্ষ ৪১ হাজার ৮৯৩ ভোটে এগিয়ে রয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১ লক্ষ ৬০ হাজার ২৩১টি। সেখানে BJP পেয়েছে মাত্র ১৮ হাজার ৩৩৮ এবং RSP পেয়েছে ৩ হাজার ৬৮টি ভোট।

খড়দহতেও বড় ব্যবধানে জয়ের পথে শোভনদেব চট্টোপাধ্যায়। ১৩ রাউন্ড গণনার শেষে ৭৬ হাজার ৭৫১ ভোটে এগিয়ে তিনি। দশম রাউন্ড গণনার শেষে শান্তিপুরে এগিয়ে তৃণমূল। তৃণমূলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী এই কেন্দ্রে ৩২ হাজার ৯৯০ ভোটের ব্যবধানে এগিয়ে।

Share it