নিউজ ওয়েভ ইন্ডিয়া: উত্তরবঙ্গে BJP-এর শক্ত ঘাঁটি কোচবিহারেই নিশ্চিহ্ন হতে চলেছে গেরুয়া শিবির। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকে ৫৭ ভোটে জেতা আসনে বিপুল ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। মঙ্গলবার উপনির্বাচনে প্রথম কয়েক রাউন্ডের গণনার ফল বেরোতেই আশি হাজার ছাড়িয়ে যায় মার্জিন। মোট ১৯ রাউন্ড গণনা হবে এই কেন্দ্রে।
একুশের নির্বাচনে দিনহাটায় ৫৭ ভোটে জিতে কোনওরকমে গড় রক্ষা করেছিল BJP। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিজেপি-র নিশীথ প্রামাণিক কোনওরকমে হারিয়েছিলেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী উদয়ন গুহকে। কিন্তু, ৬ মাসের মধ্যে উপনির্বাচনে সেই ফল উল্টে যেতে বসেছে। ভোট গণনার শুরু থেকেই BJP প্রার্থী অশোক মণ্ডলকে অনেকটা পিছনে ফেলে দেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ।
তবে একুশের লড়াইয়ে দনহাটা বাদ দিয়ে কোচবিহারের বাকি আসন গুলোয় BJP ভালো ব্যবধানেই জয়লাভ করেছিল। কিন্তু দিনহাটা আসনে জিতেও নিশীথ প্রামাণিক বিধায়ক পদে ইস্তফা দিয়ে বিজেপি সাংসদ পদে থেকে যান। এবার সেই আসনে উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান ক্রমেই বাড়ছে।