তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে নীল বাড়ির দখল নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর নতুন সরকারের হয়ে প্রথমবার বিধানসভায় পা রেখেই কমিশন থেকে শুরু করে কেন্দ্রের BJP সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। বিধানসভায় অধ্যক্ষ হিসেবে বিমান বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পরেই খড়গহস্ত হন মমতা।
Why is there so much discrimination with Bengal? They sent the central team within 24 hours of oath-taking. Actually, they (BJP) are not ready to accept the public mandate. I never support violence. They are spreading fake news & fake videos: West Bengal CM Mamata Banerjee pic.twitter.com/AJrjESY6GU
— ANI (@ANI) May 8, 2021
নির্বাচন কমিশনকে তোপ দেগে মমতা বলেন, “মানুষের রায়ে ক্ষমতায় এসেছি। অনেক চক্রান্ত হয়েছে। কমিশনের সহযোগিতায় রিগিং হয়েছে। নির্বাচন কমিশনের সংস্কারের প্রয়োজন।” BJP-কে আক্রমণ করে বলেন, ‘মানুষের রায় এখনও মেনে নিতে পারেনি ওরা। যাঁরা বিরোধী হিসেবে জিতে এসেছেন, তাঁরা কমিশনের দয়ায় এসেছেন। কমিশন সাহায্য না করলে আমরা জানি ৩০টি আসনও পেত না ওরা। শপথ অনুষ্ঠানে ডেকেছিলাম, ওরা আসেনি। বিধানসভার অধিবেশনও বয়কট করেছে। জনগণই ওদের বয়কট করেছে।”
Rs 30,000 crores is nothing for the central government… There should be a universal vaccine program for all throughout the country: West Bengal Chief Minister Mamata Banerjee in the state Assembly pic.twitter.com/RPaS5Qyirv
— ANI (@ANI) May 8, 2021
পাশাপাশি মুখ্যমন্ত্রীর আক্রমণ থেকে বাদ যায়নি কেন্দ্রীয় সরকারও। মমতা বলেন, “২৪ ঘণ্টাও হয়নি একটা সরকার শপথ নিয়েছে, তার মধ্যেই কেন্দ্রীয় দল পাঠিয়েছে। কড়াভাষায় চিঠি দিচ্ছে। ওরা হার মেনে নিতে পারছে না। তাই এসব করছে। ফেক ভিডিয়ো ছড়াচ্ছে। এটা গণতন্ত্রের জন্য লজ্জা।”
TMC leader Biman Banerjee elected Speaker of West Bengal Legislative Assembly for third time
(file photo) pic.twitter.com/a0IMI96pL6
— ANI (@ANI) May 8, 2021
নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশেও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এই যুদ্ধজয়ের অনুপ্রেরণা বাংলার মা-বোনেদের থেকে পেয়েছি। আরও বেশি করে জনগণের কাছে পৌঁছতে হবে আমাদের। কেউ হিংসা ছড়াতে চাইলে, কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে। কোনওভাবেই হিংসা বরদাস্ত করা হবে না।” অন্যদিকে, মুখ্যমন্ত্রী বলেন, “আগামী সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে।”