Narayan Rane
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণেকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। রানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবারই তাঁকে রত্নগিরি আদালতে তোলা হয়। তবে কেন্দ্রীয় মন্ত্রীর অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দেয় রত্নগিরি আদালত। তিনি বম্বে হাই কোর্টের দ্বারস্থ হতে পারে।

নাসিকের পুলিশ কমিশনার দীপক পাণ্ডে জানিয়েছেন, রাণেকে তাঁদের হেফাজতে নিয়ে নাসিক পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য রত্নগিরির পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করা নিয়ে। সম্প্রতি কোঙ্কণ এলাকায় ‘জন আশীর্বাদ র‌্যালি’তে উদ্ধবকে আক্রমণ করেন রাণে। তাঁর এই মন্তব্যে শিবসেনা কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। রাণের বিরুদ্ধে চারটি এফআইআর দায়ের করা হয়। পুণেতে একটা, নাসিকে দু’টি এবং রায়গড়ের মাহাদে একটি অভিযোগ দায়ের হয়েছে।

এই ঘটনাকে ঘিরে উত্তাল হয়ে ওঠে মহারাষ্ট্রের রাজনীতি। মঙ্গলবার শিবসেনার সমর্থকরা রাণের বাসভবনের দিকে মিছিল করে যাওয়ার সময় BJP কর্মী সমর্থকদের বাধার মুখে পড়ে। এর পরই দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাণেকে ‘মুরগি চোর’ বলে পাল্টা আক্রমণ করে শিবসেনার যুব মোর্চা।

Share it