Dalit Beaten
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ডাইনি বিদ্যা বা কালা জাদুর অভিযোগে দুই দলিত পরিবারের সাত জনকে খুঁটিতে বেঁধে নৃশংস অত্যাচার চালাল জনতা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের চন্দ্রপুরে। এই নির্যাতন বেশ কয়েক ঘণ্টা চলে। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে।

তবে এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। শনিবার ঘটনাটি ঘটলেও এখনও পর্যন্ত দোষীদের কাউকেই গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ। এখনও চাপা উত্তেজনা রয়েছে এই গ্রামে। চলছে পুলিশ পিকেটিং।

স্থানীয় সূত্রে খবর, ওই গ্রামের কাম্বলি ও হুকি, এই দুটি পরিবারের ওপর দীর্ঘদিন ধরেই ডাইনি বিদ্যা চালানোর অভিযোগ ছিল বাসিন্দাদের। পরিস্থিতি খারাপ হয়, শুক্রবার। ওইদিন গ্রামের চার মহিলা বাসিন্দার ওপর আত্মা ভর করার অভিযোগ তোলে প্রতিবেশীরা। গ্রামের মাতব্বররা ডেকে পাঠায় অভিযুক্ত দুই পরিবারের সদস্যদের। যদিও তাঁরা নিজেদের নিরাপরাধ বলে দাবি করেন।

যদিও সেকথা মানতে চায়নি গ্রামের বাসিন্দারা। এরপরই সাতজনকে একটি খুঁটিতে বাঁধা হয়। এরপর শুরু হয় অকথ্য অত্যাচার। বেশ কয়েক ঘণ্টা এই অত্যাচার চলে। এরপর খবর পেয়ে পুলিশ এসে ওই সাতজনদের উদ্ধার করে। তবে পুলিশ আসতে দেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্তরা। তাদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।

Share it