Share it

সুদীপ্ত চক্রবর্তী: আলিপুর চিড়িয়াখানার মুকুটে নতুন পালক। এবার কলকাতা পুরসভার গ্রেড ওয়ান হেরিটেজ সাইটের মর্যাদা পেল দেড়শ বছরের ঐতিহ্যবাহী আলিপুর চিড়িয়াখানা। এরই স্বীকৃতি স্বরূপ কলকাতা চিড়িয়াখানার গেটের সামনে বসানো হয়েছে ব্লু প্লাক বা একটি নীল রঙের ফলক।

ঐতিহ্যের স্মারক হিসেবে কলকাতা পুরসভা শহরের এমন হেরিটেজ ভবনগুলিতে ব্লু প্লাক দিয়ে থাকে। ২০২২ সালে যানবাজারে রানি রাসমণির বাড়িটিকে প্রথম গ্রেড ওয়ান হেরি়টেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছিল কলকাতা পুরসভা। পরবর্তীকালে উত্তর কলকাতার বেশ কয়েকটি ভবনও এই স্বীকৃতি পেয়েছে। এবার কলকাতা চিড়িয়াখানাকেও সেই তালিকাভুক্ত করা হল।

কলকাতা পুরসভার গ্রেড ওয়ান হেরিটেজ সাইটের তকমা পেয়ে খুশি চিড়িয়াখানা কর্তৃপক্ষও। অধিকর্তা শ্রী শুভঙ্কর সেনগুপ্ত জানিয়েছেন, “চিড়িয়াখানাকে কিছুদিন আগেই গ্রেড ওয়ান হেরিটেজ স্ট্রাকচার হিসেবে ঘোষণা করা হয়েছিল। তারই আনুষ্ঠানিক স্বীকৃতি স্বরূপ ব্লু প্লাক লাগানো হয়েছে কেএমসি-র তরফে। এই ধরনের যে কোনও পুরনো শহরের হেরিটেজ প্রপার্টির মধ্যে ব্লু প্লাক লাগানো একটা স্বীকৃত প্রথা। সাধারণত হেরিটেজ স্ট্রাকচার বা প্রপার্টি সেটা কোনও বিল্ডিং বা ব্রিজ হতে পারে বা রাস্তাকে এরকমভাবে সমস্ত জায়গায় বলা হয়, কিন্তু আমাদের গোটা আলিপুর চিড়িয়াখানাটাকেই, এখানে আমাদের যে ১৯ হেক্টর জায়গা, বাগান এবং বাগানের মধ্যে যত স্ট্রাকচার্স আছে, পুরনো যত স্মারকস্তম্ভ সেই সমস্ত জিনিসকে একসাথে করে হেরিটেজ প্রপার্টি হিসেবে ঘোষণা করা হয়েছে। এটাই অত্যন্ত আনন্দের ব্যাপার। এই স্বীকৃতি দর্শক সাধারণের কাছে চিড়িয়খানাকে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলবে।”

পাশাপাশি চিড়িয়াখানার ডেপুটি ডিরেক্টর ড. পিয়ালি চট্টোপাধ্যায় বলেন, “সম্প্রতি আলিপুর চিড়িয়াখানা ১৫০ বছরে পা দিয়েছে, সেইসঙ্গে কলকাতা পুরসভা আলিপুর চিড়িয়াখানকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করল সেজন্যই ব্লু প্লাক বসানো হয়েছে। এই ব্লু প্লাকের অর্থ হল চিড়িয়াখানার ঐতিহ্যকে মানুষের কাছে তুলে ধরা। এতে মানুষ আরও বেশি চিড়িখানার প্রতি আকর্ষিত হবে এবং চিড়িয়াখানায় আসবে। চিড়িয়াখানার ইতিহাস ও বর্তমানকে জানার আগ্রহ বাড়বে। আর এটা জানলে পশুপাখির সঙ্গে মানুষের একাত্বতা গড়ে উঠবে।”

Share it