Kolkata Metro
Share it

কোভিড বিধিনিষেধ শিথিল করার কথা রাজ্য সরকার ঘোষণা করতেই বদল আসতে চলেছে মেট্রো পরিষেবায়। আগামী সোমবার থেকে রাতের দিকে আরও এক ঘণ্টা বেশি চলবে মেট্রো।

মেট্রো কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে রাত আটটার পরিবর্তে শেষ মেট্রো ছাড়়বে রাত ন’টায়। তবে শুধু মাত্র উত্তর-দক্ষিণ মেট্রো শাখার ক্ষেত্রেই প্রযোজ্য নতুন নিয়ম। পূর্ব-পশ্চিম শাখা নিয়ে এখনও কিছু জানানো হয়নি মেট্রো কর্তৃপক্ষের তরফে।

মেট্রো কর্তৃপক্ষের পূর্ব ঘোষণা মতো শুক্রবার থেকে কলকাতায় ১১৪ জোড়া ট্রেন চলতে শুরু করেছে। সকাল ও সন্ধ্যা পিক আওয়ার্সে মেট্রো চলবে ৫ মিনিট অন্তর। বাকি সময়ে অবশ্য দু’টি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান, যা ছিল তাই থাকছে।

Share it