Srilekha Mitra
Share it

লাল শাড়ি। লাল ব্যাকগ্রাউন্ড। সঙ্গে জানবাজ-এর বিখ্যাত গানে নাচ। এভাবেই ভারতীয় সিনেমার ‘আইকন’ প্রয়াত শ্রীদেবীকে শ্রদ্ধা জানালেন অপর শ্রী’লেখা’।

১৩ অগাস্ট অভিনেত্রী শ্রীদেবীর জন্মদিন। প্রয়াত অভিনেত্রীকে বিভিন্নভাবে শ্রদ্ধা জানাচ্ছেন অনুরাগীরা। বলিউড সহ দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিও পিছিয়ে নেই। একজন শ্রীদেবী অনুরাগী হিসেবে শ্রীলেখাও শ্রদ্ধা জানালেন ভারতীয় চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেত্রীকে।

জানবাজের ‘হার কিসিকো নেহি মিলতা’ গানে নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে লাল শাড়িতে শ্রীদেবীর অভিব্যক্তিগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এককথায় বলিউড অভিনেত্রীর মতোই মোহময়ী লাগছিল বাঙালি অভিনেত্রী শ্রীলেখাকেও।

২০১৮ সালে ২৫ ফেব্রুয়ারি দুবাইতে আকস্মিক মৃত্যু হয় ভারতীয় সিনেমার এই আইকনিক বিউটির। প্রায় ৩০০টি সিনেমায় অভিনয় করেছেন শ্রীদেবী।

Share it