নোরা আলমাত্রুশিকে চেনেন? সংযুক্ত আরব আমিরশাহির এই কন্যা এ বার পা রাখতে চলেছে চাঁদের মাটিতে। দুই মহাকাশচারীকে চাঁদে নামানোর প্রস্তুতি নিচ্ছে আমিরশাহি। তাঁদের মধ্যে এক জন মহিলা। তাঁর নাম নোরা আলমাত্রুশি।

এই প্রথম চাঁদের মাটিতে পদচারণা করবে আরব দুনিয়ার কোনও দেশের মহাকাশচারী। তারওপর দুই মহাকাশচারীর একজন নারী। কট্টরপন্থী সুন্নিপ্রধান মুসলিম রাষ্ট্র হিসাবে পরিচিত সংযুক্ত আরব আমিরশাহি। সেই হিসেবে একে একবিংশ শতাব্দীর একটি বৈপ্লবিক ও যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
২৮ বছরের তরুণী মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নোরা আলমাত্রুশির মহাকাশসঙ্গী হচ্ছেন বছর ৩২-এর মহম্মদ আলমুল্লা। দুবাই পুলিশের হেলিকপ্টারের দক্ষ পাইলট হিসাবে তাঁর এক দশকের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে। দু’জনকেই প্রশিক্ষণের জন্য নাসায় পাঠানো হচ্ছে।
আরব দুনিয়ার প্রথম ভাবী মহিলা মহাকাশচারী নোরা আলমাত্রুশি একটি পত্রিকাকে জানিয়েছেন, ছোটবেলা থেকে মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখতেন। কাগজ আর কার্ডবোর্ডের বাক্স দিয়ে মহাকাশযান বানাতেন। এখন ইংরেজি ও রুশ ভাষা শিখছেন এর জন্য। শিখছেন মহাকাশচারী হওয়ার প্রাথমিক ধাপগুলিও। সেপ্টেম্বরে নাসায় যোগ দিয়ে ২ বছরের কড়া ট্রেনিং শুরু হবে। তারপরই স্বপ্ন সফল হতে শুরু করবে।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া আলমাত্রুশি জানিয়েছেন, পড়াশুনো শেষ করে একটি পেট্রোলিয়াম শিল্পসংস্থায় চাকরি করতে শুরু করেছিলেন। সেখানেই চোখে পড়ে UAE-এর মহাকাশ গবেষণা সংস্থা মহাকাশচারী নেওয়ার বিজ্ঞাপন। আবেদন করেন আলমাত্রুশি। পরীক্ষায় পাশও করেন। তারপরই ইন্টারভিউয়ে ডাক আসে তাঁর।
এর আগেও মহাকাশচারী পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। কিন্তু, সব কিছু ঠিকঠাক থাকলে কোনও মহিলা মহাকাশচারী যাবে এই প্রথমবার। সেই স্বপ্নেই বিভোর হয়ে রয়েছেন নোরা আলমাক্রুশি।