রাজ্যে নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। শনিবারই প্রথম দফার ভোটে নামছে বঙ্গবাসী। প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। প্রথম দফার নির্বাচনে ভাগ্য পরীক্ষা হবে ৫ জেলার ৩০ কেন্দ্রের প্রার্থীদের।
Security deployment being done in Jorhat ahead of the first phase of #AssamAssemblyPolls tomorrow. pic.twitter.com/IHoDlKDzUp
— ANI (@ANI) March 26, 2021
নির্বাচন কমিশনের তরফে সমস্ত প্রস্তুতি প্রায় সম্পন্ন। রাজ্যের প্রতি বুথে মোতায়েন থাকবে ৬৫৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া কড়া নিরাপত্তায় মুড়ে ফেলার প্রস্তুতি নিয়েছে কমিশন। রাজ্য পুলিশকেও সমানভাবে নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে। প্রথম দফার ভোটে মোট ১২ হাজার রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে বিভিন্ন বুথে। ইতিমধ্যেই বুথগুলিতে ভোট পরিচালনার জন্য পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা।
১০ হাজার ২৮৮টি বুথে প্রথম দফায় নির্বাচন সম্পন্ন হবে। এই ভোট পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকাগুলিতে হওয়ায় বাড়তি নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। শুধুমাত্র জঙ্গলমহলের জন্যই ১৪৪ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি কমিশনের ৩ জন পর্যবেক্ষক বাহিনীর কাজ পর্যবেক্ষণ করবেন। শনিবার যে ৫ জেলায় ভোট হবে সেগুলি হল, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া।
পূর্ব মেদিনীপুরের পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরাতে ভোট হবে। পশ্চিম মেদিনীপুরের দাঁতন, কেশিয়াড়ি, খড়্গপুর, গড়বেতা, শালবনি, মেদিনীপুর কেন্দ্রে নির্বাচন হবে এই দফায়।
ঝাড়গ্রামে শনিবার ভোট হবে বিনপুর, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম কেন্দ্রে। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি, বলরামপুর, বান্দোয়ান, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পারা ও রঘুনাথপুর কেন্দ্র এবং বাঁকুড়ার রাইপুর, রানিবাঁধ, ছাতনা ও শালতোড়া কেন্দ্রেও ভোট হবে প্রথম দফাতেই।