প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা
Share it

লকডাউন পরিস্থিতি কাটিয়ে দীর্ঘ সময় পর ফের বিদেশ সফর শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের বাংলাদেশ সফরের মধ্যে দিয়ে তাঁর বিদেশ সফর শুরু হল। শুক্রবার সকাল ১১টা নাগাদ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাঁর সুবৃহৎ বিমান।


বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন স্বয়ং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে সাভারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহিদদের জাতীয় স্মৃতিসৌধে যান মোদী। শ্রদ্ধা জানান শহিদদের উদ্দেশে। পরে বাংলাদেশের প্রবাসী ভারতীয়রা অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।


এবারের সফরে বাংলাদেশের স্বাধীনতা দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৬ মার্চ ৫০তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রে। একইসঙ্গে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী। ঢাকা পৌঁছেই বাংলাভাষায় টুইট করেন নরেন্দ্র মোদী। লেখেন, “ঢাকা পৌঁছলাম। বিমানবন্দরে বিশেষ অভ্যর্থনা জানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। এই সফর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে অবদান রাখবে।”


শুক্রবার ঢাকা থেকে শক্তিপীঠ যশোরেশ্বরী কালী মন্দিরে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। সেখান থেকে রওনা হবেন ওড়াকান্দিতে মতুয়া ধাম দর্শনে। সূত্রের খবর, সেখানে গিয়ে বাংলাদেশের মতুয়াদের সঙ্গে দেখা করবেন তিনি। পুজো দেবেন মতুয়াদের মন্দিরেও। মোদীর এই মতুয়া সাক্ষাৎ নিয়ে জল্পনা তুঙ্গে।


শুক্রবার বিকেলে বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। এরপর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দেবেন মোদী। ২০১৫ সালে প্রথমবার বাংলাদেশ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। এটি তাঁর দ্বিতীয়বার প্রতিবেশী দেশে সফর।

Share it