নিউজ ওয়েভ ইন্ডিয়া: এবার ভারতে কিশোর-কিশোরীদের শরীরে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি চাইল জনসন অ্যান্ড জনসন। Central Drugs Standard Control Organization (CDSCO)-এর কাছে লিখিতভাবে এই অনুমতি চাওয়া হয়েছে আমেরিকার অন্যতম বৃহৎ এই ঔষধ সংস্থার তরফে। কোভিডের একটি মাত্র ডোজের জন্য এই ট্রায়াল চালানো হবে।
সংস্থার তরফে জানা গেছে, ১২-১৭ বছর বয়সীদের মধ্যে এই টিকার একটি মাত্র ডোজ দেওয়া হবে। এই ভ্যাকসিনের তিনটি পর্যায়ে ট্রায়ালে কোভিডের অতি সংক্রমক ডেল্টা প্রজাতিকে ৮৫ শতাংশ পর্যন্ত রুখে দিতে সক্ষম হয়েছে বলে দাবি।
অগাস্টেই এদেশে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য Johnson and Johnson-এর ভ্যাকসিনকে অনুমতি দেওয়া হয়েছে। এর আগে আমেরিকার আরও একটি ভ্যাকসিন মডার্নাকেও জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এই নিয়ে ভারতে মোট ৫টি ভ্যাকসিন কোভিড মোকাবিলায় কাজ করছে।