Taliban Violence
Share it

শান্তির বার্তা দিলেও মানবিক হওয়ার কোনও লক্ষ্মণ দেখা যাচ্ছে না তালিবান নেতৃত্বের। যতই সময় গড়াচ্ছে, ততই খোলস ছেড়ে বেরিয়ে পড়ছে তালিবানদের আসল চেহারা। আফগানিস্তানের জাতীয় পতাকা নিয়ে ঘোরাফেরা করতে দেখলেই শাস্তির খাঁড়া নেমে আসছে মাথায়।

সম্প্রতি নেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে আফগানিস্তানের জাতীয় পতাকা গায়ে সাইকেলে চেপে যাওয়া এক যুবককে মারধর করছে তালিব যোদ্ধারা। ম্যাটাডোর থামিয়ে অস্ত্র হাতে এগিয়ে এসে ওই যুবকে মারধর করতে দেখা গেল।


রবিবার কাবুলের দখল নেয় তালিবান বাহিনী। তারপর থেকেই দেশের বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা হাতে প্রতিবাদ জানাতে দেখা গেছে অনেক নাগরিককে। এগিয়ে এসেছেন মহিলারাও। জাতীয় পতাকা সহ প্রতিবাদ দেখলেই সেখানে গুলি চালানো বা হিংসার ছবি দেখা যাচ্ছে। কাবুল দখলের এক সপ্তাহ কাটলেও সেই ছবি বদলে যাওয়ার কোনও লক্ষ্মণই এখনও দেখা যাচ্ছে না।

Share it