কোভিডের তাড়নায় অনেকদিন তেমন একটা ভ্রমণে যাওয়া হচ্ছে না। মিস করছেন সমুদ্রের নীল জল আর সোনালি বালুকারাশি। তাই বিকিনি পরে ইন্সটা ছবি দিয়েই ফেললেন বলিউড অভিনেত্রী ভূমি পেড়নেকর। সূর্যের আলো আরও উজ্জ্বলতর করে তুলেছে তাঁর মুখ, শরীর। যে কোনওদিনই তাঁকে সমুদ্র সৈকতে দেখা যেতে পারে বলেও আভাস দিয়ে রেখেছেন বলিউড অভিনেত্রী।
ভূমি পেড়নেকরের ‘হট’ ছবিতে শুধু তাঁর ফ্যানরাই মাতোয়ারা নন। বলিউডের গ্ল্যামারাস অভিনেত্রীরাও মাত হয়ে গেছেন ভূমির ক্যারিশ্মাতে। কিয়ারা আডবানি তো নিজের অভিব্যক্তি লুকোতে পারেননি। ইমোজি সহকারে ‘উফ’ লিখেছেন কমেন্ট বক্সে। কমেন্ট করেছেন টিসকা চোপড়া, তাহিরা কশ্যপ সহ আরও অনেকেই।