Women against Taliban
Share it

‘বিনা যুদ্ধে নাহি দিব সূচগ্র মেদিনী’। আফগানিস্তানে একদল মহিলা সেরকমই প্রস্তুতি নিচ্ছেন তালিবানদের বিরুদ্ধে লড়াইয়ের। হাতে আগ্নেয়াস্ত্র তুলে নিয়েছেন তাঁরা। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

ঘটনাটি আফগানিস্তানের হিরাটের। পরনে বোরখা ও হিজাব থাকলেও ভিডিওতে দেখা যাচ্ছে নিজেদের আত্মরক্ষার্থে ভয়ঙ্কর মারণাস্ত্র হাতে তৈরি একদল মহিলা। দেখুন সেই ভিডিও।


আফগানিস্তান তালিবানদের দখলে চলে যাওয়ার পরেই আতঙ্কিত সেদেশের মহিলারা। মহিলাদের যৌনদাসী বানিয়ে রেখে নির্মম নৃশংস অত্যাচার চালাতে আগেও দেখা গেছে তালিবানদের। বর্তমান পরিস্থিতিতে যদিও তালিবান মুখপাত্র জানিয়েছে, শারিয়ত আইন মেনে মহিলাদের অধিকার ও সুরক্ষার ব্যবস্থা করা হবে। তবুও আতঙ্ক কাটছে না মহিলাদের।

Share it