Yogi Adityanath
Share it

‘কিছু মানুষ নির্লজ্জভাবে তালিবানদের সমর্থন করে যাচ্ছে। এদের চিহ্নিত করা প্রয়োজন।’ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বিধানসভা অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই নিজের ক্ষোভের কথা বলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সমাজবাদী পার্টির এক সাংসদ বুধবারই তালিবানদের ক্ষমতা দখলকে স্বাধীনতা যুদ্ধের সঙ্গে তুলনা করেন।

ক্ষুব্ধ যোগী আদিত্যনাথ বলেন, ‘আফগানিস্তানে মহিলা ও শিশুদের সঙ্গে কী ব্যবহার করছে তালিবানরা, তা সকলেই দেখছে। এরপরেও তালিবানকে সমর্থন করে যাচ্ছে কিছু লোক।’ প্রসঙ্গত, বৃহস্পতিবারই সমাজবাদী দলের এক সাংসদ সফিকুর রহমান বর্ক তালিবানদের ক্ষমতা দখলকে স্বাধীনতা যুদ্ধের সঙ্গে তুলনা করেন।

সাংসদের ওই মন্তব্যের পরেই তাঁর বিরুদ্ধে IPC 124A, 153A ও 295A ধারায় মামলা দায়ের করা হয়। যদিও পরে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই সাংসদ।

Share it