নিউজ ওয়েভ ইন্ডিয়া: ঝাড়খণ্ডের শিখরজি চূড়াকে পর্যন্টন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিবাদে সম্প্রতি কলকাতায় মিছিল করল পূর্বভারত জৈন সঙ্ঘ। জৈন সম্প্রদায়ের বহু মানুষ এই ‘জৈন একতা’ প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিল।

জৈন সমাজের তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার ঝাড়খন্ড সরকারের প্রস্তাবে সায় দিয়ে জৈন সম্প্রদায়ের পবিত্র তীর্থস্থল শ্রী সম্মেদ শিখরজীকে পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রতিবাদে সারা দেশ জুড়ে প্রতিবাদ সংঘটিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে কলকাতায় এই প্রতিবাদ কর্মসূচি। আগামিদিনে কেন্দ্র ও ঝাড়খণ্ড সরকার যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে এই প্রতিবাদ চলতে থাকবে।
উল্লেখ্য, ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা দেশের অন্যতম প্রধান জৈন তীর্থস্থান হিসেবে পরিচিত সাম্মেদ শিখরজিকে একটি ইকো ট্যুরিজম কেন্দ্র করার সিদ্ধান্ত নিয়েছে। তাতে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় সরকার।
পাশাপাশি গুজরাতের আরও এক জৈন তীর্থস্থান পালিতানার শতরুঞ্জয়ে দুষ্কৃতী হানা ও ভাঙচুরেরও প্রতিবাদ জানানো হয়েছে পূর্বভারত জৈন সঙ্ঘের তরফে। প্রসঙ্গত, জৈনরা পালিতানাকে একটি পবিত্র তীর্থস্থান বলে মনে করে। তাদের মতে, প্রথম তীর্থঙ্কর সেখানে মোক্ষলাভ করেছিলেন।