গঙ্গাসাগর মেলায় পুন্যস্নানে তীর্থযাত্রীরা
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: রবিবার মকর সংক্রান্তির দিন পর্যন্ত ৫১ লক্ষেরও বেশি মানুষ গঙ্গাসাগর মেলায় এসেছেন এবং পুন্যস্নান করেছেন। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে রাজ্য প্রশাসন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলা প্রত্যক্ষ করেছেন। এখনও পর্যন্ত ৭,৭৮০ জন পুন্যার্থী ই-স্নানের সুযোগ লাভ করেছে। মেলাপ্রাঙ্গন থেকে আউট্রাম ঘাট পর্যন্ত পথে ২১টি জায়েন্ট LED স্ক্রিনের মাধ্যমে কপিল মুনি মন্দিরের পুজো সরাসরি সম্প্রচারিত হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ১১ লক্ষ পুন্যার্থী বন্ধন বুথে রাজ্য সরকারের পক্ষ থেকে নিজের ছবি সম্বলিত সার্টিফিকেট পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এপর্যন্ত ১২৫ জন তীর্থযাত্রী সাগরদ্বীপের বিভিন্ন হাসপাতালে অসুস্থতার কারণে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৫ জনকে আরও ভালো পরিষেবার জন্য কলকাতার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত ৭ জনকে এয়ারলিফট এবং ১৬ জনকে ওয়াটার অ্যাম্বুল্যান্সে জরুরি ভিত্তিতে কলকাতায় পাঠানো হয়েছে। গঙ্গাসাগর মেলায় এখনও পর্যন্ত মোট ৫ জনের মৃত্যু হয়েছে।

Share it