নিউজ ওয়েভ ইন্ডিয়া: এবার FPO তথা Follow-on Public Offer আনার কথা ঘোষণা করল আদানি গোষ্ঠীর ফ্ল্যাগশিপ কোম্পানি Adani Enterprises। এখন পর্যন্ত সবচেয়ে বড় FPO বলা হচ্ছে একে। ২৭ জানুয়ারি এই পাবলিক ইস্যু চালু হচ্ছে। ৩১ জানুয়ারি পর্যন্ত এই অফারটি সাবস্ক্রাইব করতে পারবেন। মূলধন খাতে খরচের জন্য বাজার থেকে আরও ২০ হাজার কোটি টাকা তুলতে চাইছে আদানি গোষ্ঠী। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার আদানি গোষ্ঠীর এই কোম্পানি 20000 কোটি টাকার FPO আনার জন্য স্টক এক্সচেঞ্জে অফার লেটার ফাইল করেছে।
এই FPO-এর জন্য ন্যূনতম মূল্য তথা ফ্লোর প্রাইস ধার্য করা হয়েছে ৩১১২ টাকা (Rs 3112 Per Share)। প্রতিটা শেয়ার বিক্রি হবে ৩১১২ থেকে ৩২৭৬ টাকার মধ্যে (Price Band)। বৃহস্পতিবার শহরের একটি পাঁচতারা হোটেলে ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করে আদানি গোষ্ঠী। গ্রুপ ফাইনান্সিয়াল অফিসার যুগসিন্দর সিং জানিয়েছেন,FPO-এর মাধ্যমে বাজার থেকে আয় হওয়া টাকার মধ্যে ১০৮৬৯ কোটি টাকা কয়েকটি মূলধনী খাতে খরচ করা হবে। বাকি ৪১৬৫ কোটি টাকা ঋণ পরিশোধের জন্য খরচ করবে আদানি এন্টারপ্রাইজ়েস।
উল্লেখ্য, গত কয়েক বছরে আদানি এন্টারপ্রাইজ়েসের শেয়ারমূল্য কয়েক গুণ বেড়ে ৩৫৯৬ কোটি টাকা হয়েছে। শেয়ার বিশেষজ্ঞদের মতে, এই ফান্ড সংগ্রহ আদানি গোষ্ঠীর সংস্থাটিকে ঋণ কমাতে সাহায্য করবে। বর্তমানে এই গোষ্ঠীর বাজারে প্রায় 2.2 লক্ষ কোটি টাকার ঋণ রয়েছে। আগামী দিনে আরও বড় রকমের সম্প্রসারণের পথে হাঁটতে পারে আদানি শিল্পগোষ্ঠী।
প্রসঙ্গত, IPO ইস্যুর পর যদি কোনও সংস্থা আরও ইকুইটি শেয়ার ইস্যু করতে চায় তখন FPO-র মাধ্যমে তা হয়ে থাকে। মূলত বিভিন্ন প্রকল্প, ঋণ পরিশোধ অথবা অধিগ্রহণের জন্য সংস্থাগুলি এই পদ্ধতিতে ইকুইটি শেয়ার ইস্যু করে থাকে।