Taliban vs ISIS
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: যেকোনও সময় কাবুল বিমানবন্দরে হামলা চালাতে পারে ইসলামিক স্টেট (IS) গ্রুপ! এমনই আশঙ্কায় আমেরিকা তাদের নাগরিকদের কাবুলের বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

শনিবার এমনই এক নিরাপত্তা বিষয়ক সতর্কবার্তা প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। কাবুল বিমাবন্দরে ‘প্রবেশপথের বাইরে নিরাপত্তার হুমকি’ তৈরি হতে পারে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। এর জেরে মার্কিন নাগরিকদের নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে মার্কিন প্রশাসনের তরফে।

সতর্কবার্তায় বলা হয়েছে, একমাত্র মার্কিন সরকারের কোনও প্রতিনিধির অনুমতি ছাড়া কোনও ব্যক্তি ওই এলাকায় যেতে পারবেন না। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন যে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং বিমানবন্দরে যাওয়ার বিকল্প রাস্তার বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে।

ISIS-এর হামলার সম্ভাব্য হামলার বিষয়ে এর চেয়ে বেশি তথ্য দেওয়া হয়নি ওই রিপোর্টে। তবে ইসলামিক স্টেটের সঙ্গে তালিবানদের ঠান্ডা লড়াইয়ের জেরে যেকোনও সময় এমন ধরনের হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

এদিকে শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এমন বিবৃতি জারি হলেও হাজার হাজার মানুষ আফগানিস্তান ছেড়ে পালানোর চেষ্টা করছেন এবং সেই কারণে বিমানবন্দরের বাইরে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। সংঘর্ষে জড়িয়ে পড়ে বহু মানুষের হতাহতেরও খবর পাওয়া যাচ্ছে।

Share it