নিউজ ওয়েভ ইন্ডিয়া: পৃথক উত্তরবঙ্গ রাজ্য নিয়ে ভিন্ন সুর বিজেপির অভ্যন্তরে। জন বার্লার দাবিতে শনিবারই ‘সায়’ দিয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে এই ইস্যুতে দিলীপ ঘোষের পাশে দাঁড়ালেন না লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহারা। পৃথক উত্তরবঙ্গের দাবির বিরোধিতা করেন দু’জনেই।
রাখিবন্ধন উপলক্ষে হুগলির চুঁচুড়ায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও দিলীপ ঘোষের মন্তব্যের কার্যত বিরোধিতা করেন। তিনি বলেন, “বাংলা কখনও ভাগ হবে না”। সেই একই সুর রাহুল সিনহার গলাতেও। তিনি বলেন, “বাংলা ভাগ নিয়ে পার্টির কোনও নীতি নেই। আমরা বাংলা ভাগের বিরুদ্ধে।”
পৃথক উত্তরবঙ্গ এবং পৃথক জঙ্গলমহলের দাবির প্রসঙ্গে শনিবারই জন বার্লার দাবিকে সমর্থন করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার পাশে বসে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে ‘সায়’ দেন তিনি। বলেন, “দেশ স্বাধীন হওয়ার পর থেকে উত্তরবঙ্গের কোনও উন্নতি হয়নি।”