China Metro
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: মাটির তলা দিয়ে আগেই ছুটেছে মেট্রো। ওপরেও ছুটেছে। কিছুদিন পরে গঙ্গার তলা দিয়েও ছুটে যাবে মেট্রো। প্রস্তুতি অনেকটাই এগিয়েছে। এবার মেট্রো ছুটছে বাড়ির নীচ দিয়ে।


কোথায় নিশ্চয়ই জানতে চাইছেন। উত্তর ভারতেই। নাগপুর শহরে। যেখানে মেট্রো পরিষেবা শুধু চালুই হয়নি, এক আজব জায়গা দিয়ে ছুটে যাচ্ছে মেট্রো। শুক্রবার নাগপুরের সীতাবুলদি-জিরো মাইল-কস্তুরচন্দ পার্ক-এর মধ্যে মেট্রো পরিষেবা চালু হল। যা ১.৬ কিলোমিটার পথ অতিক্রম করবে।

এই রুটে মেট্রো লাইনকে এক অভিনব উপায়ে নিয়ে যাওয়া হয়েছে। একটি ২০ তলা বাণিজ্যিক অট্টালিকার ৪ তলার পেট দিয়ে নিয়ে যাওয়া হয়েছে মেট্রোর লাইন। বাড়িটির অন্য তলায় যেমন নানা অফিস রয়েছে তেমনই আছে। সেখানে মানুষ কাজও করছেন।

Share it