Janmashtami Swing
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: রূপোর তৈরি দোলনায় শুয়ে থাকবে গোপাল। এমন ইচ্ছে মনের মধ্যে থাকে অনেকেরই। যাদের এরকম ইচ্ছে বহুদিনের তাদের জন্য মুশকিল আসান। গুজরাতের এক স্বর্ণ ব্যবসায়ী তৈরি করেছেন এরকই অপূর্ব রুপোর দোলনা। যা দেখলে চোখ জুড়িয়ে যাবে আপনার।


সুরাটের ওই ব্যবসায়ী জানাচ্ছেন, যদি আপনার বাজেট কম থাকে, তবে তাঁর কাছে অল্প দামেরও রুপোর দোলনা পাওয়া যাবে। দাম শুরু হচ্ছে মাত্র ৫ হাজার টাকা থেকে। আছে সাড়ে ৫ লক্ষ টাকার দোলনাও। তবে আর দেরি কিসের? এবার জন্মাষ্টমীতে আপনার প্রাণের গোপালকে এরকম একটি উপহার দিয়ে ফেলতে পারেন।

আগামী সোমবার ৩০ অগাস্ট দেশজুড়ে পালিত হবে জন্মাষ্টমী। এখন থেকেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে জোর প্রস্তুতি।

Share it