করোনা ভাইরাস
Share it

শীতের মরসুমে কোভিড সংক্রমণের হার বাড়ার আশঙ্কাকে তুড়ি মেরে উড়িয়ে ক্রমশই কমছে দেশজুড়ে আক্রান্তের সংখ্যা। গত একমাস ধরে নিম্নমুখী সংক্রমণের হার। যা যথেষ্ট স্বস্তি দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে।


সোমবার গত পাঁচমাসে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল সর্বনিম্ন। একদিনে করোনার দৈনিক সংক্রমণ নেমে এসেছে মাত্র সাড়ে ২৬ হাজারে। শুধু তাই নয়, গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাটাও নেমেছে চারশোর নিচে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এদিন দেশে মৃত্যু হয়েছে ৩৮৫ জনের।

মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৬ হাজার ৫৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে কয়েক হাজার কম। এরফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ লক্ষ ৩ হাজার ৭৭০ জন। সোমবার পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪০ হাজার ৯৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৪৫ জন। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৯১ লক্ষ ৭৮ হাজার ৯৪৬ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস আরও কমে দাঁড়িয়েছে মাত্র ৩ লক্ষ ৮৩ হাজার ৮৬৬-এ।

Share it