বিতর্কিত তিনটি কৃষি আইনের বিরোধিতায় উত্তাল রাজধানী-সহ সারা দেশ। মঙ্গলবার কৃষক সংগঠনগুলির ডাকে ভারত বনধে মিশ্র প্রভাব পড়েছে এরাজ্যে।
সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পথ ও রেল অবরোধে ব্যহত সাধারণ জনজীবন। যাদবপুরে ট্রেন অবরোধ করেন বাম সমর্থকরা। জমায়েত করেন শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। রাস্তায় টায়ার জ্বালিয়ে লাল-পতাকা নিয়ে অবরোধ করেন তাঁরা। অবরোধ করা হয় লেকটাউন, মধ্যমগ্রামের দোলতলা মোড়, চৌমাথা মোড়, যশোর রোডে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বামকর্মীরা।
কলকাতার পাশাপাশি পথ ও রেল অবরোধ চলে জেলার বিভিন্ন জায়গাতেও। রিষড়া, ডোমজুড়, বর্ধমান, কালনা, কাটোয়া, জয়নগর, পাঁশকুড়া, বালি,বাঁকুড়া, আসানসোল, কোচবিহারেও সকাল থেকেই রাস্তায় নেমে পড়ে কৃষক আন্দোলনের সমর্থনে বাম সমর্থকরা।
এদিকে সোমবার উত্তরকন্যা অভিযানে মৃত্যু হয় এক বিজেপি কর্মীর। ওই মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার উত্তরবঙ্গ বন্ধের ডাক দিয়েছে BJP। ফলে এদিন কার্যত জোড়া বন্ধে স্তব্ধ উত্তরবঙ্গ। প্রায় সর্বত্র জনজীবন বিপর্যস্ত। পথে নেমে বিক্ষোভ সমাবেশ করছেন বিজেপি কর্মীরা। একাধিক জাতীয় সড়ক অবরোধও করে বনধ সমর্থনকারীরা। এর জেরে ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা।