Share it

“কেউ দল ছেড়ে গেলে দলের কোনও ক্ষতি হয় না।” শুভেন্দু অধিকারী প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পাশাপাশি মঙ্গলকোটের দলীয় বিধায়ক সিদ্দিকুল চৌধুরীকে ‘পাগল ছাগল’ বলে কটাক্ষ করেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি।

দিন কয়েক থেকে দ্বিতীয় দফায় বুথ ভিত্তিক সম্মেলন শুরু করেছেন অনুব্রত মণ্ডল। শনিবার ছিল বোলপুর ব্লকের সম্মেলন। সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত বলেন, “আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যে ২০টির বেশি আসন পাবে না। আর তৃণমূল ২২০-২৩০ টি আসন পেয়ে তৃতীয়বারের জন্য সরকার গড়বে। বাকিরা মিলিয়ে মিশিয়ে জয়ী হবে।”

শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন, “শুভেন্দু এখনও দলে আছেন। তাছাড়া তৃণমূল দলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ কোনও ফ্যাক্টর নয়। যদি শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করে তখন তাঁর বিষয়ে মন্তব্য করব। কেউ বেরিয়ে তৃণমূলের কোনও ক্ষতি করতে পারবে না।”

বেশ কিছুদিন ধরে সিদ্দিকুল্লা চৌধুরী সরাসরি অনুব্রত মণ্ডলের আক্রমণ করে চলেছেন। কখন অনুব্রত বিরুদ্ধে অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন। এ প্রসঙ্গে অনুব্রত বলেন, “উনি একজন পাগল ছাগল লোক। কোথায় কী বলল সেই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। পাত্তা ও দিতে চাই না।”

বিজেপির বিষয়ে মানুষকে সচেতন করতে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি বলেন, “আমরা বলেছিলাম বদলা নয় বদল চাই। কিন্তু এখন থেকেই ওরা (বিজেপি) মারব ধরব কাটব শুরু করেছে। এর জবাব আগামী দিনে বাংলার মানুষ ওদের জবাব দেবে।”

Share it