দু-বছর তিন মাস পর ফের চালু হল নবনির্মিত ‘জয় হিন্দ’ সেতু। কলকাতা-বেহালা সংযোগকারী মাঝেরহাট ব্রিজের এই নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিকেল ঠিক ৫টা ১৯ মিনিটে বোতাম টিপে ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর নবনির্মিত ‘জয় হিন্দ’ ব্রিজের উপর নিজেই হেঁটে পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম-সহ অনেক নেতা।
মাঝেরহাট সেতুর উদ্বোধন অনুষ্ঠানে ফের রেলকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, সেতুর উদ্বোধনের অনুমতি দিতেই ৩৪ কোটি টাকা নিয়েছে রেল৷ সমালোচনা করেন পোর্ট ট্রাস্টেরও। বলেন, পোর্ট কর্তৃপক্ষ নিয়েছে ৭৭ লক্ষ টাকা৷ শুধু তাই নয়, রেলের টালবাহানাতেই মাঝেরহাট সেতুর উদ্বোধনে প্রায় ৯ মাস দেরি হয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷
২০১৮ সালের ৪ সেপ্টেম্বর মাসে ভেঙে পড়েছিল মাঝেরহাট সেতু৷ নতুন এই মাঝেরহাট সেতু চার লেনের৷ ভার বহন ক্ষমতাও আগের তুলনায় অনেক বেশি৷ নতুন এই সেতুর ভারবহন ক্ষমতা ৩৮৫ মেট্রিক টন৷ তৈরি করতে খরচ হয়েছে ৩১১ কোটি টাকা।