মমতা বন্দ্যোপাধ্যায়
Share it

সরকারি কর্মীদের মন পেতে এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরের শুরুতেই ৩ শতাংশ ডিএ পাবেন সরকারি কর্মীরা। এর দরুন রাজ্যের অতিরিক্ত ২ হাজার কোটি টাকা খরচ হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
দেখুন ভিডিও:


পরবর্তী ছ’মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে হবে, ২০১৯ সালের ২৬ জুলাই রাজ্য সরকারকে এই নির্দেশ দিয়েছিল স্যাট। রাজ্য সরকার তা না দেওয়ায় সরকারি কর্মীদের সংগঠন স্যাটে আদালত অবমাননার মামলা দায়ের করে। পুনরায় স্যাটে রিভিউ পিটিশন দায়ের করে রাজ্য সরকার। এরই মধ্যে কর্মী সংগঠনের তরফে চিঠি দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই চিঠির প্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে বৈঠক করেন। তিনি বলেন, “পরিস্থিতি খারাপ, কিন্তু, সরকারি কর্মীদের চিঠিতে মন ভিজে গেছে। আমি আবেগপ্রবণ মানুষ, ঋণের বোঝা রয়েছে, তবু এটা আপনাদের দেব।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন্দ্রীয় সরকারি কর্মীরা চরম অনিশ্চয়তায় রয়েছেন, এই সময় কেন্দ্রীয় সরকারি কর্মীদের পাশে দাঁড়াতে হবে।”

Share it