মহানগরের প্রথম স্বেচ্ছাসেবক হিসেবে করোনার টিকা নিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার বিকেলে নাইসেডে গিয়ে করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে অংশ নেন পুরমন্ত্রী। এবার টানা সাতদিন তাঁকে গভীর পর্যবেক্ষণে রাখা হবে। ২৮ দিন পর ফের তাঁর শরীরে টিকার পরীক্ষামূলক প্রয়োগ হবে।
করোনার বিরুদ্ধে ভ্যাকসিন খুঁজে বের করা সর্বাধিক গুরুত্বের বিষয়। আজ আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আমি কলকাতার প্রথম ব্যক্তি যে এই ভ্যাকসিনের ট্রায়াল গ্রহণ করেছি। মহামারীটির বিরুদ্ধে এই লড়াইয়ে আমি কোনওরকম সাহায্য করে উঠতে পারলে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করব। pic.twitter.com/ygiFNUQQQi
— FIRHAD HAKIM (@FirhadHakim) December 2, 2020
কলকাতায় বুধবার থেকে শুরু হয়েছে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিনের শেষ পর্যায়ের ট্রায়াল। তারই ১০০০ টীকা সম্প্রতি পাঠানো হয় নাইসেডে। বুধবার বিকেল চারটে নাগাদ নাইসেডে পৌঁছন ফিরহাদ হাকিম। তারপর তাঁকে টিকা সম্পর্কে যাবতীয় তথ্য বিশদে জানান বিশেষজ্ঞরা। তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা হয়। এরপর টিকা প্রয়োগ করা হয় তাঁর ওপর। এরপর আধঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর ছেড়ে দেওয়া হয়।
টিকা প্রয়োগের পর কলকাতা পুরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় জনতার জন্য কাজ করতে বলেন। সেই জন্যই মানুষের জন্য এগিয়ে আসা। আগেও বলেছি, এখনও বলছি, এতে যদি আমার প্রাণও যায়, তাতেও অসুবিধা নেই। এতে যদি সাধারণ মানুষের ভাল হয় সেটাই আসল।”