Covid19 Vaccination
Share it

করোনার দ্বিতীয় ঢেউয়ের বেসামাল দেশ। তিন লাখেরও গণ্ডি ছাড়িয়ে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। আকাল দেখা দিয়েছে অক্সিজেনের। হাসপাতালে অমিল বেড। সবমিলিয়ে নাকানিচোবানি অবস্থা দেশের বেশিরভাগ রাজ্যগুলোর। এই পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রকের জারি করা নোটিসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ৩১ লক্ষ টিকাকরণের কাজ হয়েছে।


টিকাকরণের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে বাংলা। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ১০.০৯ শতাংশ টিকাকরণ হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে রাজস্থান ও উত্তরপ্রদেশ। ৮.৭৪ শতাংশ টিকাকরণের কাজ সম্পন্ন হয়েছে রাজস্থানে, উত্তরপ্রদেশে সেখানে ৮.৪৫ শতাংশ ভ্যাক্সিনেশন হয়েছে। চতুর্থস্থানে থাকা গুজরাটে হয়েছে ৮.১৯ শতাংশ টিকাকরণের কাজ। পশ্চিমবঙ্গে টিকাকরণ সম্পন্ন হয়েছে ৭.০৬ শতাংশ।


এদিকে শুক্রবার করোনা পরিস্থিতি নিয়ে ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবচেয়ে বেশি প্রভাবিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রীর। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র, পঞ্জাব, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে অংশ নেন।


করোনা মোকাবিলায় এবার সরাসরি দেশের সেবায় নেমেছে ভারতীয় বায়ুসেনা। দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেন সরবরাহ শুরু করেছে সেনাবাহিনীর পণ্যবাহী বিমান। অক্সিজেন না পেয়ে দিল্লির গঙ্গারাম হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫ জনের। সেখানে এখনও ৫০০-র বেশি কোভিড রোগী চিকিৎসাধীন। এঁদের মধ্যে ৬০ জনের অবস্থা সঙ্কটজনক। গত তিন দিন ধরে অক্সিজেনের জন্য কেন্দ্রের কাছে কাতর আর্জি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ সকালে সেখানে অক্সিজেন পৌঁছেছে বলে জানা গেছে।


এ রাজ্যেও করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। দৈনিক সংক্রমণের সংখ্যা ১২ হাজারের গণ্ডি ছুঁয়েছে। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় ৬ সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য সরকার। এই টাস্ক ফোর্সের নেতৃত্বে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। শুক্রবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকও করবেন তিনি।

Share it