প্রয়াত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেল। দীর্ঘ রোগভোগের পর বৃহস্পতিবার প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৯২ বছর।
১৯৯৫ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন তিনি। পরে ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। তারপর গুজরাটের মুখ্যমন্ত্রী হন নরেন্দ্র মোদি।
গুজরাটের বিধানসভার সদস্য নির্বাচিত হন ছয় বার। ২০১২ সালে BJP ছাড়েন কেশুভাই প্যাটেল। প্রতিষ্ঠা করেন গুজরাট পরিবর্তন পার্টি। কিন্তু ২০১২ সালের বিধানসভা নির্বাচনে ভালো করতে পারেনি ওই দল। তাই ২০১৪ সালে BJP-র সঙ্গে একজোট হয় তাঁর দল।
১৯২৮ সালে জুনাগড় জেলার বিসাবদর শহরে জন্মগ্রহণ করেন কেশুভাই। ১৯৪৫ সালে যোগ দেন RSS-এর প্রচারক হিসেবে। জন সংঘের হয়ে পরে শুরু করেন রাজনৈতিক ক্যারিয়ার।