Share it

প্রয়াত রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা। বৃহস্পতিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ভুগছিলেন ক্যান্সারে। বয়স হয়েছিল ৬৩ বছর। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঝাড়গ্রাম থেকে দু-বার বিধায়ক নির্বাচিত হন তিনি। ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী। এই বছরের শুরুতে তাঁর ক্যান্সার ধরা পড়ে। এরপর কয়েক মাস ধরে ক্যান্সারের চিকিৎসা চলছিল।

সূত্রের খবর, প্রথমে তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়। পরে দিন কয়েক আগে তাঁকে স্থানান্তরিত করা হয় বেসরকারি হাসপাতালে।

Share it