প্রকাশিত হল বহু প্রতিক্ষিত সপ্তম ISL-এর ফিক্সচার। ২০ নভেম্বর উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে ATK মোহনবাগান। বাম্বোলিমের GMC স্টেডিয়াম থেকে সরাসরি খেলা দেখা যাবে ভারতীয় সময় সন্ধে সাড়ে ৭টা থেকে।
আর বাঙালিদের আবেগ ঘিরে রয়েছে যে দুটি ক্লাব সেই চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ডার্বি ম্যাচ দেখা যাবে ২৭ নভেম্বর। খেলা হবে তিলক ময়দান স্টেডিয়ামে।
এরপর মোহনবাগানের খেলা দেখা যাবে ২১ ডিসেম্বর। ফাতোর্ডা স্টেডিয়ামে সেদিন ATK-র প্রতিদ্বন্দ্বী ক্লাব বেঙ্গালুরু FC। গতবার ISL চ্যাম্পিয়ন হয়েছিল ATK মোহনবাগান। এছাড়া মোট তিনবার ISL-খেতাব জেতার রেকর্ড রয়েছে এশিয়ার এই প্রাচীনতম ক্লাবের।
নভেম্বরের শেষের দিকে শুরু হচ্ছে ISL। চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। তবে সেমি ফাইনাল ও ফাইনালের দিনক্ষণ ঘোষণা করা হয়নি এখনও।